শাশ্বতী রায়-এর কবিতা : হে হিরণ্ময় বিশ্ব কবি

সাপ্তাহিক সেরা লেখনী
বিষয় ঃ প্রিয় সময়
প্রয়ান দিবসের শ্রদ্ধাঞ্জলী

০৭/০৮/২৩

হে হিরণ্ময় জ্যোতির্ময় নোবেল বিজয়ী কবি
তুমি স্মরণীয় বরণীয় বাংলার আকাশের রবি।।

তুমি বাংলা সাহিত্যকে করেছো পূর্ণও সমৃদ্ধ
গানে ও কবিতায় দুলিয়েছো প্রতিটি মানুষের প্রাণ।।

জোড়াসাঁকো ঠাকুর বাড়ির তথা বাংলার ঘরে ঘরে
এনে দিয়েছো সম্মান বিশ্বের বুকে রয়েছো অম্লান।।

দুঃখ কাকে বলে তা তোমার জীবনী পাঠে মিললো।
নিজে দুঃখের সাগরে ভাসলেও জগৎকে দিলে আলো।

একচল্লিশ বছরে পত্নীবিয়োগ এরপর রাণী, রথীন,শমী।
বেশি দূঃখ পেলে তখন তুমি যখন বিদায় নিলো অতশী।

তাইতো লিখলে-
“আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে
তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে.”

আরো লিখলে-
আমি শুধুই রইলাম বাকী যা ছিলো তা
সবই ফাঁকি।

সপ্ত ঋষিদের মধ্য থেকে বিধাতার নির্দেশেএসেছোএই ধরাকে পূর্ণতা দিতে
সমৃদ্ধশালী করেছো বাংলাকে।।

হে প্রেরীত ঋষি
তব চরণে প্রণতি জানাইবারে বারে হে বিশ্বকবি।
বাংলায় উদিত রবি তুমিই বাঙ্গালীর হদয়ের ছবি।।