সাদিয়া আফরিন মুক্তা’র কবিতা : সময়ের মূল্য

সাপ্তাহিক সেরা লেখনী পর্ব-০১
বিষয় :প্রিয় সময়
তারিখ:০২/০৮/২৩

সময় অমূল্য সম্পদ স্রোতের বেগ তার গতিপথ
যুগ যুগের বহমান চিরসত্য প্রথা।

সাফল্য জীবনে প্রতি পায় পায় তার মঙ্গলার্তে যেন শোভা পায়
শত জ্ঞানী-মনীষীদের কথা।

এজগতে যে বা যারা মেনেছে সময়ের এসরল ধারা
তারা পেয়েছেন সুখ্যাতি উচ্চাস্বন হয়েছেন দশের মধ্যমণি।

নিছক খেলা কিবা শূণ্যহেলায় যারা ভাসিয়েছে সময় মিছে অবহেলায়
পিছু পড়ে রয়েছে সদা তারা পেয়েছে ঘৃণা সম্মানী।

সময়ের মূল্য অসীম অপরিমেয় জীবন ক্ষণস্থায়ী নহে দীর্ঘ অজেয়
বাস্তবতার এক সুউজ্জ্বল ছবি।

যেবা যারা হয় সময়নিষ্ঠা হয় জীবনে সার্থক তারা সর্বশ্রেষ্ঠা
অমরত্ব করে লাভ হয় চিরঞ্জীবী।

সময় চলমান ঘড়িরকাঁটা সুচারু সম্ভাবনার রক্তিম আলোরছটা
নজরকারা কাল্পনিক দৃষ্টান্ত।

যেবা করে এর সঠিক কদর শ্রম-পরিশ্রমে কাটায় প্রতিটা প্রহর
পায় তারা সঠিক গন্তব্য পথের শেষ প্রান্ত।

সময় ক্লান্তহীন দুর্জয় সকল বাঁধা করে নাশ শত ভয়কে করে জয়
আপন কৌশল ভঙ্গিমায়।

শত বিজয়ের হয় প্রত্যক্ষ সাক্ষী শত জানমালের হয় রক্ষী
শত যুদ্ধ করে জয় শক্তিতে-বুদ্ধিতে শত্রু করে বিনাশ পরাজয়।