দ্যোতনা সাহিত্য পরিষদ যশোর আয়োজিত কবি-সাহিত্যিক ও কৃতী সন্তানদের সংবর্ধনা

সাহিত্য প্রতিবেদক :

আজ ১১ আগষ্ট, ২০২৩ সকাল দশটায় নাট্যকলা সংসদ, যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদ, যশোর আয়োজিত প্রতিষ্ঠানের কবি সাহিত্যিকদের কৃতী সন্তানদের সংবর্ধনা, মাসিক দ্যোতনা সাহিত্য ম্যাগ এর মোড়ক উন্মোচন, কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবুল কালাম আজাদ লিটু, সাধারণ সম্পাদক, যশোর ইনস্টিটিউট, যশোর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বীর মুক্তিযোদ্ধা কলামিস্ট ও কবি আমিরুল ইসলাম রন্টু, কবি মোকাররম হোসেন, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কবি এড, জি এম মূছা।

সংগঠনের সম্পাদক কবি শাহরিয়ার সোহেল এর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় উপস্থিত ছিলেন কবি মঞ্জুয়ারা সোনালী, কবি অরুণ বর্মন, কবি ও উপন্যাসিক এম এন এস তুর্কী, কবি গোলাম মোস্তফা মুন্না, কবি মামুন আজাদ, কবি রাজ পথিক, কবি কাজী নূর, কবি মাহমুদা খানম, কবি সীমান্ত বসু, কবি ভদ্রাবতী বিশ্বাস, কবি সঞ্জয় নন্দী, কবি মনোজ চক্রবর্তী, কবি রেজাউল করিম রোমেল, কবি মনিরুল, কবি সানজিদা ফেরদৌস, কবি শরীফ হোসেন ধীমান, কবি রহীম বাদশাহ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সাহিত্য চর্চার মাধ্যমে সমাজ থেকে মাদক, সন্ত্রাস এবং দুর্নীতি রোধ করা সম্ভব।

সভাপতি বলেন, একজন লেখক ও সংগঠকের দায়বদ্ধতা থেকে প্রতিমাসের পঠিত কবিতা, আলোচনা ও চিত্র ধারণের মাধ্যমে পরবর্তী মাসে প্রকাশিত হবে মাসিক দ্যোতনা সাহিত্য ম্যাগ- যা কালের যা যাত্রায় সাক্ষর হয়ে থাকবে সময়ের।