আয়নার ব্যবসায়ী

 

হাত বাড়ালেই ধরতে পারি আকাশ

মনে হয়? এবার ধরেই ফেলল নাকি

সবকিছু নাগালে থাকলে দখল করা যায়

এমন ভাবলে ভুল নয়—বড় বোকামি

 

চোখের দেখাও হতে পারে কখনো ভুল

আয়না পরিষ্কার—ছায়া কি দেখা যায় হুবহু?

যত ব্যবধান তুমি বজায় রাখতে চাও

তার থেকে শত দূরত্বে আছি আমি জেনো

 

কেউ যদি হাঁটতে পারে উল্টো পায়ে

কেউ কেন চলতে পারে না বাঁকা পথে

তুমি যদি বুঝতে পারো পিপীলিকার পেটের ব্যথা

আমি কি বুঝি না মনে কর জোঁকের হাসি

 

বোবাবিদ্যায় তুমি যতই সুদক্ষ-মাহির

পাখিদের ভাষা আমিও কম বুঝি না

পিছনে না দেখে যে বলতে পারে পরিষ্কার

মনে করো সামনে দেখে সে আরও স্বচ্ছ

 

অন্ধের শহরে যার আয়নার কারবার

জানো? অন্ধের কাছে সে আয়না বিক্রি করে না

নিজেকে তুমি যতই ভাবো বুদ্ধির বটগাছ

ভুলে যেয়ো না আমি আয়নার ব্যবসায়ী।

You might like