মনপুরা দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাকিবুল হাসান, মনপুরা প্রতিনিধি :

মনপুরা উপজেলা প্রশাসনের সাথে দুর্গাপূজা উদযাপন কমিটি,সকল মন্দির কমিটির নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আকতার রেবু,অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম।

আমন্ত্রীত অতিথির মধ্যে দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলিউল্যাহ কাজল, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন,ভেটেরিনারি সার্জন ডা আবুবকর ছিদ্দিক,পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাহতাবউদ্দিন অপু ভ’ইয়া, প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক ও ইত্তেফাক সংবাদদাতা মোঃ ছালাহউদ্দিন ।

সভায় দূর্গা পূজা উদযাপন নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অনুপম চন্দ্র দাস, এয়ারপল্লী দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি কানুলাল দে, হরিবাড়ী দুর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি টিটু রঞ্জন দাস, দক্ষিন সাকুচিয়া রহমানপুর ডা.বাড়ী পূজা উদযাপন কমিটির সভাপতি মোহরলাল চক্রবর্তী ।

এছাড়া দুর্গাপূজা উদযাপন করার বিষয়ে সার্বিক সহযোগীতা করার পরামর্শ দেন উপজেলা প্রশাসনের পাশাপাশি মনপুরা উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল লতিফ ভূইয়া,ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর,আনসার বিডিবি কর্মকর্তা, উপজেলা শিল্পকলা একাডেমি সাধারন সম্পাদক জুড়ান চন্দ্র মজুমদার স্থানীয় জনপ্রতিনিধিগন, আ’লীগ নের্তৃবৃন্দ।

উল্লেখ্য উপজেলায় ৫টি ইউনিয়নে ১১টি দুর্গাপূজা উদযাপন করা হবে। প্রতিটি পুজামন্ডবে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন থাকবে। প্রশাসনের পাশাপাশি উপজেলা আ’লীগ দুর্গাপুজা উদযাপনে সার্বিক সহযোগীতা করবেন। একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

এই সময় ১১টি পুজামন্ডব কমিটির সভাপতি সম্পাদক, সকল মন্দির কমিটির সভাপতি সম্পাদক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক, সাংবাদিক, বিভিন্ন সরকারী দাপ্তরিক প্রধানগন, জনপ্রতিনিধি,এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম বলেন, উপজেলায় মোট ১১টি স্থানে দুর্গাপুজা উদযাপন করবে হিন্দুসম্প্রদায়ের মানুষ। প্রতিটি পুজামন্ডবে ৫শত কেজি চাঊল বরাদ্ধ দেওয়া হয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্ভয়ে নির্বিগ্নে পূজাউদযাপন করতে পারে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে।