জিএম মুছা :
যতো ছিলো হাঁসি গান
জীবনে যে আমার,
থেমে গেলো হঠাৎ কেনো?
আসবে কি ফিরে আর
আশা ছিলো স্বপ্ন ছিলো
কোথায় গেলো তারা,
হৃদয় দিয়ে ভালোবেসে
চলে গেলো যারা।
উজাড় করে দিয়ে সব
হলাম যে যাযাবর
গতি ছিলো এ জীবনের
সবিই ছিলো সাথে,
কেনো যে হারিয়ে গেলো
কষ্টো পাই না তাতে।
দুঃখে ভরা জীবন যে তাই
কি আছে হারাবার