নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাগবেড় এলাকায় নিজের খাওয়া বিড়ির আগুনে পুড়ে সিনহা রাণী (৮৫) নামে এক নারী ও উপজেলার পূর্বাচল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা (৪৫) নামে আরেক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত সিনহা লতা রাণীর স্বামী মরে যাওয়ায় তিনি বাগবেড় এলাকায় তার ২ মেয়ে বিনা রাণী ও চায়না রাণীর বাড়িতে থাকতেন। শুক্রবার রাতে নিজের খাওয়া বিড়ির আগুনে পুড়ে মারা যান তিনি।
এছাড়া নিহত মর্জিনা বেগম (৪৫) রাজধানী মধ্যবাড্ডা এলাকার মৃত আমজদ আলীর স্ত্রী।
এলাকাবাসী জানায় , সিনহা লতা রাণী একটি ঘরে একা বসবাস করতেন। এছাড়া তিনি ধূমপান করতেন। রাতের বেলা সবাই যার যার মত ঘুমিয়ে পড়ে। রাতের বেলা সিনহা রাণী বিড়ি জ্বালালে সেই আগুনে পুড়ে তার মুত্যু হয়।
এদিকে পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরশ বাগচি জানান, পূর্বাচল শেখ হাসিনা সরণির জলসিড়ি এলাকায় সড়ক পারাপারের সময় একটি মোটরসাইকেল মর্জিনা বেগমকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বাচলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।
পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।