শিক্ষার্থীদের মানবিক মানুষ হওয়ার আহ্বান : ডিএমপি কমিশনার, হাবিবুর রহমান

নিজস্ব প্রতিনিধি:
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীকে মানবিক মানুষ হওয়ার আহ্বান জানান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

শনিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে রাজধানী ঢাকার মাতুয়াইল এলাকার সামসুল হক খাঁন স্কুল এন্ড কলেজের ৩৫তম প্রতিবার্ষিকী উপলক্ষে শিক্ষা সপ্তাহ ও ক্লাব ফেস্ট- ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় কমিশনার আরো বলেন, মানুষের ঘরে শুধু জন্ম শুধু নিলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে কঠোর পরিশ্রমের মাধ্যমে সুশিক্ষার পাশাপাশি মনুষত্বের চর্চাও করতে হয়। যা পারিবারিক ও প্রাতিষ্ঠানিক উভয় ক্ষেত্র থেকেই অর্জন করা সম্ভব।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সামসুল হক খাঁন স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির চেয়ারম্যান সামসুদ্দিন ভুঁইয়া সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা, ডিএমপি’র ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার ইকবাল হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী, ঢাকার ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান মনির, ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম প্রমুখ।

এ সময় স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও হাজার হাজার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে কলেজ মাঠ প্রাঙ্গণে পাঁচ দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসব মুখর পরিবেশে ১৫ ফেব্রুয়ারি এ অনুষ্ঠান শেষ হবে।