যখন আমি একা : ক্ষুদীরাম দাস

যখন আমি একা
তখন আমি শূন্য
ভাবি চারিদিকে সবই ফাঁকা।

আমি সবই হারিয়েছি
অথবা কিছুই আমার ছিলো না
দুঃখ রাশি রাশি।

কষ্ট আমার নিত্যসঙ্গী
আমি যেন হাহাকারের বাসিন্দা
আমি তখন শেকলে বন্দী।

চারিদিকে মানুষ শত শত
তবুও আমার যেন নেই কেউ
আমি তখন জীবনমৃত।

ভালোবাসার কাঙ্গাল আমার নিঃশ^াসে
জানি, কেউ নয় আমার
আমার জন্যে কার কী যায় আসে।

পৃথিবীর এককোণে
আমি এখন দাঁড়িয়ে রইলাম
শুধু স্রষ্টাই আমার স্মরণে।
২২/২/২০২৪