আশীর্বাদের বৃষ্টি হলে : ক্ষুদীরাম দাস

আশীর্বাদের বৃষ্টি হলে জীবন শীতলতায় ভরপুর;
কাদা জল পৃথক হয় একসময়।

যেমন সবুজবনে সতেজ হয় বৃক্ষরাজি,
সুবাসিত তেপান্তরের মাঠে,
অথবা চাতক পাখির তৃষ্ণা মিটবে;
তেমনি আমি ও আমরা।

আশীর্বাদের বৃষ্টি হলে না থাকলেও অনেক কিছু;
আশীর্বাদের বৃষ্টি হলে অল্পতেও তুষ্ট,
আশীর্বাদের বৃষ্টি হলে হৃষ্টচিত্ত,
অথবা দূরে পালায়,
সুরে সুরে ছন্দ আর নৃত্যে নৃত্যে আনন্দ।

প্রকাশিত :  মঙ্গল বার,  ২২  মে ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন