নষ্ট প্রেমের : পঙ্ক্তি যুবক অনার্য

 

১.
আজন্ম তোমার ঠোঁটে লিপস্টিক হয়ে থেকে যেতে চাই

২.
তোমার প্রেমে দুপুর হবো
বৃষ্টি টাপুরটুপুর হবো

৩.
তুমি বলবে চলো হারিয়ে যাই
আমি বলবো চলো ফুরিয়ে যাই

৪.
ডুবে ডুবে ভেসে উঠি প্রেমে
লুকিয়ে থাকি তোমার বুকের ফ্রেমে

৫.
চোখে চোখ রাখি
নয়নে নজরে মাখামাখি

৬.
তোমার বুকে নাই হয়েছি
তোমার প্রেমে ছাই হয়েছি

৭.
কুসুম কুসুম প্রেমের পংক্তিমালা
পরকিয়ায় সবই জায়েজ মাসি কিংবা খালা

৮.
একটু একটু করে নেমো
প্রতিটি জংশনে থেমো
আরেকটু নিচে চৌষট্টি সরোবর
জখমে জখম আর ক্ষতের শহর

৯.
কপিলা রে তুই
কুবের মাঝির চেনা গাঙ
কুবের রে তুই
আজীবন কপিলার লাঙ

১০.
নষ্ট কষ্টের সুখ কিছু চাই
নষ্টাকে নষ্ট’র রক্তে পোড়াই