রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে মেয়র প্রার্থীর উপর হামলা

বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দের সময় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ সোমবার (১০ জুন) সকালে উপজেলা অডিটোরিয়ামে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।

অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী মো: ইস্তাফিজুল হক আকন্দ। এসময় রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা তাজাল্লী ইসলাম, নারায়ণগঞ্জ গ সার্কেল পুলিশ সুপার হাবিবুর রহমান, রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা উপস্থিত ছিলেন।

মেয়র প্রার্থী রফিকুল ইসলামের অভিযোগ সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতীক বরাদ্দের সময় আবুল বাশার বাদশা তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন এবং তাঁর সমর্থকরা হামলা চালান। এ পর্যায়ে বাদশা আরো উত্তেজিত হয়ে রফিকের গায়ে হাত তোলেন। এসময় অডিটোরিয়ামে থাকা রফিকের সমর্থকরা উত্তেজিত হয়ে উঠে। বাদশার সমর্থকরা তখন রফিকের সমর্থকদের উপর হামলা করলে হাতাহাতি শুরু হয়। পরে সেখানে থাকা পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে চাইলে বাদশা বলেন, এটা সামান্য ব্যপার। তেমন কিছু না।

ঘটনার সত্যতা স্বীকার করে জেলা রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা প্রার্থীদের কঠোর ভাবে হুশিয়ার করে দিয়েছি যাতে করে কারো ধারা নির্বাচনী আচরণবিধি লঙ্গণ না হয়। তার ব্যতয় ঘটলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশিত : সোম বার,  ১০  জুন ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন