

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা)
ঢাকার দোহার উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা মুন্সী বাড়ির এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের শিলাকোঠা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মো. জসিম (৪৩), মাহাতাব উদ্দিন আহম্মেদের ছেলে দাউদ আহম্মেদ পাভেল (৪৯), মৃত লুৎফর বেপারীর ছেলে শাওন বেপারী (২৫), পশ্চিম শিলাকোঠা গ্রামের মো. মোস্তফার ছেলে আল-আমিন শেখ (২০), আন্তা বাহ্রা গ্রামের শেখ রহমানের ছেলে শেখ নয়ন (২০), এবং শিলাকোঠা গ্রামের শেখ তোতা মিয়ার ছেলে শেখ মিরাজ হোসেন (২৫)।
দোহার থানার ওসি মো. হাসান আলী জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১৫/২০ জনের একটি সশস্ত্র ডাকাত দলের সদস্যদের মধ্যে ৬ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২টি চাপাতি ও ২টি লোহার রড উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১:৩০ মিনিটে তাদের ঢাকার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ খ্রি. ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ খ্রি. ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ







