বঙ্গবন্ধুর জন্মদিনে : মিজানুর রহমান রানা

বঙ্গবন্ধুর জন্মদিনে 

লিখেছেন : মিজানুর রহমান রানা

বঙ্গবন্ধু, তোমার জন্মদিনে সতত ভালোবাসা;
তোমার জন্ম না হলে-
পূর্ববঙ্গ থেকে বাংলাদেশ হতো না
বাঙালি পেতো না স্বাধিকার- স্বাধীনতা
গোলামির জিঞ্জিরে সহস্র বছরের অধিনতা
নিলামে তুলে দিয়ে তুমি ছিনিয়ে আনলে স্বাধীনতা।

বঙ্গবন্ধু তোমার জন্মদিনে হাজার হাজার সালাম;
যে বাঙালি ছিলো গো পাকিস্তানিদের গোলাম
নির্যাতন-জুলুম আর অ-সাম্যের বেড়াজালে বন্দি
প্রত্যহ ছিলো অসহ্য যাঁতাকালে ঠকাবার ফন্দি।

সেই বেড়াজাল ছিহ্ন করে
তোমার ডাকে লাখো বাঙালি
অস্ত্র ধরে, যুদ্ধ করে
স্বাধীন করে মাতৃভূমি;
লাখো প্রাণের জলাঞ্জলি।

বর্বর পাকিস্তানিদের জুলুম-নির্যাতন ত্রাসের শাসন
উপেক্ষায় রক্তচক্ষু, জেলের ভয় আর অবারিত শোষণ
ত্রাণকর্তারূপী তুমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
তোমার ন্যায়ের আদর্শ বুকে নিয়ে পথ চলি।

বঙ্গবন্ধু তুমি বলেছিলো :
‘বাংলার মানুষ মুক্তি চায়-
তারা বাঁচতে চায়।
তারা অধিকার পেতে চায়।’

তোমায় তাই হাজারো সালাম;
তোমার প্রতি আমাদের এ অভিপ্রায় :
তোমার ত্যাগের দানে ধন্য হলো দেশ
ধন্য হলো লাল-সবুজের বাংলাদেশ।

 

কবি পরিচিতি : সাবেক সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু লেখক পরিষদ, চাঁদপুর জেলা শাখা।