নিরপেক্ষ : এম ফারদিন

আমি তাই ,
নিরপেক্ষ হয়ে কবিতা লিখতে চাই
যেখানে তুমি বা আমি, কেউ নাই !
পক্ষপাতি হলেই কি? হবে সাজা
তুমি যে নির্ভুল ভুলে আটাঁ !
আমি যদি তোমায় সাজা দেই
সাক্ষী হবে কলম আর আমার ডায়রির পাতা !
প্রমাণ সাপেক্ষে যদি উৎসর্গ করি
তোমার আমার কবিতার খাতা !
ভয় পেও না…!
কবিতার কাঠগড়া কাঠের নয় বোধের !
দাঁড় করাবে না! তোমায় অপরাধীর পোশাকে
তোমার শাস্তি হবে অপরাধবোধ…
যা তোমায় কুঁড়ে কুঁড়ে খাবে নিভূতে !
কবিতা বলছি তোমায়…
জীর্ণ গ্রস্থ পুরুনো স্মৃতিমুছে বারংবার !
সহসা পেলে তুমি দণ্ডায়মান অনুকাব্যে
বোধ হোক তোমার লেখ্য ভাষার দৃপ্ত ;
সাদা পাতার শেষ বাক্যে হয় যেন তোমার অনুতপ্ত !
আমি তাই ,
নিরপেক্ষ হয়ে কবিতা লিখতে চাই
যেখানে তুমি বা আমি, কেউ নাই !
লেখক : এম ফারদিন