অনুষ্ঠিত হলো জেসিআই ঢাকা ইয়াং-এর চেইন হস্তান্তর ও সাধারণ সভা

মাজহারুল ইসলাম (রুবেল) : জুনিয়র চেম্বার্স ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের অন্যতম লোকাল চ্যাপ্টার জেসিআই ঢাকা ইয়াং। শনিবার ৬ মার্চ রাজধানীর একটি হোটেলে সংগঠনটির প্রথম সাধারণ সদস্য সভা (জিএমএম) এবং চেইন হস্তান্তর অনুষ্ঠান সম্পূর্ণ হয়।

সভায় সভাপতিত্ব করেন জেসিআই ঢাকা ইয়াং ২০২১ এর সভাপতি নাজমুল হোসেন সবুজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট। সভায় বাৎসরিক বাজেট ও কার্য পরিকল্পনা অনুমোদন করা হয়।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআই এর ১৮ লোকাল চ্যাপ্টার কাজ করছে।