বোদায় ১৮ জুয়ারি আটক

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলায় জুয়ার আসর হতে ১৮ জন জুয়ারিকে আটক করেছে বোদা থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার পুলিশ গত বুধবার দিবাগত রাতে উপজেলার সাকোয়া ইউনিয়নে নগর সাকোয়া গ্রামের ছায়েদ আলীর বাড়ীতে জুয়ার আসর থেকে ১৮ জুয়ারিকে আটক করা হয়। আটক কৃতরা হল আরাজি শিকার পুর গ্রামের আমিনুর রহমানের ছেলে মোঃ সবুজ ইসলাম, নগর সাকোয়া কলেজ পাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে আমিনুর ইসলাম, কামাত পাড়া গ্রামের আজাহার আলীর ছেলে সেলিম মিয়া, দামানি গ্রামের বছির উদ্দীনের ছেলে কাজল আলী(৩৬), মহির উদ্দীনের ছেলে আব্দুর রহিম (৩১), আব্দুল করিমের ছেলে জাহিদ ইসলাম (২৫), পামুলি ঢাংগির হাট এলাকার আব্দুল হাইর ছেলে বাবুল মিয় (৪০), তেলাবদ্দিনের ছেলে রমজান আলী (২৫), রামজি শান্তি এলাকার নুর ইসলামের ছেলে রওশন আলী(২৫), দেবেন্দ্রনাথের ছেলে বজনন্দ (৩৫), পামুলি ঢাংগির হাটের আমিরুল ইসলামের ছেলে আক্তারুল ইসলাম (২৫), সাকোয়া সিং পাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে মামুন ইসলাম (২০), সাকোয়া কলেজ পাড়া আইয়ুব আলীর ছেলে জাহিরুল ইসলাম (৩০), সাকোয়া সর্দার পাড়া গ্রামের কেরামত আলীর ছেলে সুজন ইসলাম (২৫), একই এলাকার আলমাছ উদ্দীনের ছেল শরিফুল ইসলাম (৩০), গোবিন্দগুরু এলাকার আহেদ আলীর ছেলে রফিক শেখ (৩৫), বাকপুর ডাংগা পাড়ার হামিদুর রহমানের ছেলে হৃদয় ইসলাম (২৪), আরাজি শিকার পুর হাচেন আলীর ছেলে ফারুক হোসেন (৩৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার উপপরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম সায়েদ আলীর বাড়িতে অভিযান চালায়। জুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করে। এ সময় তাদের কাছে থাকা মোবাইল ফোন, জুয়া খেলার কার্ড ও নগদ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৭১ ধারায় মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরি ১৮ জুয়ারি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৭১ ধারায় থানায় মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।