পঞ্চগড়ে মাহে রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র উদ্বোধন

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলায় করোনা (কোভিড-১৯) ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফারুক আলম টবি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী।

১৩ এপ্রিল (মঙ্গলবার) উপজেলা পরিষদ চত্বরে প্রাণী সম্পদ অধিদপ্তরের ব্যবস্থাপনায় দেশব্যাপি করোনা (কোভিড-১৯) পরিস্থতিতে প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ন্যায্যমূল্যে দুধ, ডিম, মাংসসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রিয় করা শুরু করেছে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুস সোবহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোখলেছার রহমান জিল্লু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মনিরুল কাদের, বোদা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্জ আজাহার আলী, প্রবীণ সাখবাদিক মোঃ মাজহারুল ইসলাম, বোদা উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক প্রমুখ।