শেরপুর শ্রীবরদীতে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক অন-লাইন জুম মিটিং

শেরপুর প্রতিনিধি : : শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে১৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে কোভিড-১৯ এর প্রেক্ষিতে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ মোশারফ হোসেনের সঞ্চালনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মোঃ রহুল আলম তালুকদারের সভাপতিত্বে অন-লাইন জুম মিটিং অনুষ্ঠিত হয়।

উক্ত জুম মিটিং-এ প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ রেজুয়ান জেলা শিক্ষা অফিসার শেরপুর। অন-লাইন ক্লাশ পরিচালনা, এমএমসি অ্যাপ্সের মাধ্যমে ড্যাশবোর্ডে ক্লাশসমূহ এ্যান্ট্রিকরন, এইচএসপি সফটওয়ারে উপবৃত্তির তথ্য আপলোডকরন, জেএসসি/জেডিসি’র রেজিষ্ট্রেশন, এসএসসি/দাখিলের ফর্মফিলাপ এবং করোনা মহামারিতে শিক্ষক-শিক্ষার্থীদের সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনেচলাসহ পবিত্র মাহে রমজান ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্য বক্তাগণ। এতে উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান ও সহকারী শিক্ষকগণসহ অর্ধ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।