দোহারবাসীর সকলের সহযোগিতায় ঢাকার দোহার উপজেলায় কঠোর লকডাউন পালিত

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি:

ঢাকার দোহার উপজেলায় দোহারবাসীর সকলের সহযোগিতা সরকার ঘোষিত কঠোর লকডাউন পালিত হচ্ছে। সারাদেশের ন্যায় দোহারে লক ডাউন মানাতে উপজেলা পরিষদ দোহার দিনরাত অভিযান পরিচালনা করেই যাচ্ছে।

কখনো উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ অফিযান পরিচালনা করছেন। আবার কখনো উপজেলা সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র অফিযান পরিচালনা করে চলছেন। দিনের কোন এক সময় দুই কর্মকর্তার কেউ সকালে আবার কেউ বা বিকেলে অফিযান পরিচালনা করে চলছেন।

তারই ধারাবাহিকতায় ১৭ এপ্রিল শনিবার দোহার উপজেলায় লকডাউন কার্যক্রমকে বাস্তবায়ন করতে সকাল হতে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে। মোবাইল কোট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র।
এ সময় সরকারি নির্দেশ অমান্য করায় ১০ টি মামলায় ১০ জনকে এগার হাজার নয়শত টাকা জরিমানা করেন ।

এছাড়াও আজ কয়েকটি বাজারে নিত্য পণ্যের মূল্য মনিটরিং করা হয়।

এ সময় সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউল মানাতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
আপনারা সকলে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন, নিজে সুস্থ থাকুন অপর কে সুস্থ রাখুন।
মোবাইল কোট পরিচালনায় সহযোগিতা করেন ভারপ্রাপ্ত (ওসি) মোস্তফা কামালের নেতৃত্বে দোহার থানা পুলিশ ফোর্স।