পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কালবৈশাখী ঝড় হয়েছে। শনিবার (০১ মে) ভোরে হঠাৎ দমকা হাওয়া শুরু হয়। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, হঠাৎ ভোর থেকে ঝড় ও বজ্রপাতসহ মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাত হওয়ায় মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ জানান, শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ে তেঁতুলিয়ায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০ মিলি মিটার।