জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নে মনপুরায় জেলেদের মাঝে চাল বিতরণ

রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) সংবাদদাতা :
অভয়াশ্রম এলাকায় জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ২মাস মাছ ধরা বন্ধ থাকা জেলেদের খাদ্য সহায়তা হিসেবে ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে জেলেদের মাঝে সরকারি মৎস্য ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বুধবার (৫মে) সকাল১১টায় দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমে উদ্বোধন করেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল,
আরো উপস্থিত ছিলেন, টেক অফিসার মনিরুজ্জামান মনির, প্যানেল চেয়ারম্যান মোহরলাল চক্রবর্তী, ভারপ্রাপ্ত সচিব রুমন চন্দ্র দাস, ইউপি সদস্য শাহজাহান ব্যাপারী প্রমূখ।

এসময় দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ কাজল বলেন, তার ইউনিয়নে নিবন্ধনকৃত ১৪৪১ জেলে পরিবারে মাঝে ৪০কেজি করে ২য় মাসের চাউল বিতরণ করা হয়েছে। বরাদ্দকৃত জেলেদের মাঝে ৪০ কেজি করে দুই মাসের ৮০ কেজি চাল বিতরণ করা হয়েছে।জেলেদের দাবী সরকারি নিষেধাজ্ঞা চলাকালে সরকারি চালের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য দিলে তাদের জন্য ভালো হতো।