ফরিদপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুরের মধুখালীতে অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার ও ৭টি সিমকার্ড ও ৪টি মোবাইল জব্দ করা হয়েছে। বুধবার (০৫ মে) সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-চুয়াডাঙ্গার জীবননগর থানার খয়েরহুদ গ্রামের মো. হুমায়ন কবিরের ছেলে মো. পারভেজ আক্তার (২১) ও একই জেলার দর্শনা থানার-দর্শনা বাসস্ট্যান্ড গ্রামের মো. লাল্টুর ছেলে মুন্না (২২)।

এক প্রেস বিজ্ঞপ্তি র‌্যাব জানিয়েছে, উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে ৪০০ বোতল ফেনসিডিল, ৭টি সিমকার্ড, ৪টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৮ এর সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম এবং কোম্পানির স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মাহিদুল হাসান

এ ছাড়া আটক দুজনের বিরুদ্ধে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।