মনপুরা পরিবহন চালকদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ

রাকিবুল হাসান,মনপুরা প্রতিনিধি :
ভোলার মনপুরা উপজেলার প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের পক্ষ থেকে করোনাভাইরাস এর কারণে কর্মহীন ও ঘরবন্দী হয়ে পড়া অটোরিকশা মটরসাইকেল ভ্যান নচিমন চালকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও ত্রান বিতরণ করা হয়েছে।

রবিবার (১১ই) জুলাই সকাল ১০ টার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ৪০০ চালদের মাঝে এসব ত্রানসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে উদ্বোধন উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার শামীম মিঞা।

বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক সালাউদ্দিন আহমেদ প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়া সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের বাস্তবায়নের অসহায় শ্রমিকদের মাঝে এই নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। যাতে কোন শ্রমিক করোনাভাইরাস এর কারণে না খেয়ে থাকতে হয়।