পঞ্চগড়ের বোদায় মাল্টা চাষিদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠান

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদায় লেবু জাতীয় ফলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের পরিদর্শন কার্যক্রমের আওতায় মাল্টা চাষিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২ অক্টোবর (শনিবার) দুপুরে বোদা উপজেলার প্রামানিক পাড়ায় পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিন ছিলেন কৃষি ও পানি সম্পদ মন্ত্রনালয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

এসময় কৃষি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, কৃষি মন্ত্রনালয়ের উপসচিব সুজয় চৌধুরী, লেবু জাতীয় ফলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ফারুক আহমদ, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, বোদা উপজেলা কৃষি অফিসার মোঃ আল মামুন অর রশিদ, মাল্টা চাষি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ (অবসর প্রাপ্ত) মো. তরিকুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

পরে মহাপরিচালকসহ অন্যান্য অতিথিবৃন্দ বোদা উপজেলার বিভিন্ন মাল্টা বাগান পরিদর্শন করেন।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?