বড় বেশি অসহায় লাগে

জি এম. মুছা :

আবার ও দেখি পুরোনো শকুনের শ্যেন দৃষ্টি,নষ্ট অভিলাশে উড়ে বেড়ায়, ডানা মেলে যত্র তত্র প্রখর দৃষ্টি ধারালো নখরের স্পষ্ট ছাপ ফুঁটে ওঠে ইঁদুরের চোখে ।

বহূদুর উড়ে চলে আপন ডানায় ভর করে ,দৃষ্টির সৗমানা ছাড়িয়ে নীল গগন ছুঁয়ে ছুঁয়ে, তারই ছায়া পড়ে খালে বিলে মাঠে- নদী-নালায় বনজঙ্গলে-রাজপথে ।

দ্রুত ছুটে পালাতে ক্ষুদ্র প্রানী লাফ দেয় জলে, সাপের মুখে আটকা পড়ে বাঁচার অব্যর্থ চেষ্টায় একটানা করুন চিৎকার ,কি বিভৎস রক্তের ভেজা শরীর অসহায় প্রকৃতি এখানে ব্যাস্ত সবাই নিজ নিজ কাজে,কে কার খোজ রাখে, ভয়ংকর দৃশ্যের হয় অবতারণা,জীবন বাজী রেখে ছবি তোলে সাগর -রূনির আত্মা –নৃশংস খুনের ভিডিও ফুটেজের অংশ অংশ বিশেষ,বার বার ভেসে ওঠে,নীরবে অশ্রু ফেলে বিশ্বজিতের বাবা-মায়ের মত স্বজন হারা কিংকর্তব্যবিমুঢ় কিছু মানুষ। ।

এ কেমন বর বরতা ? অবাক বিস্ময় মিডিয়ার খবর শুনি নির্রলুপ্ত চোঁখে চেয়ে দেখি টিভির পর্দায়, দীর্ঘশ্বাস ফেলি,নিজেকে হাজরও প্রশ্নকরি বড় বেশি অসহায় লাগে-কেন জানিনা ॥