সোনারগাঁওয়ের শিংলাব ব্রিজে ডাকাতের কবলে পড়ে ৬ পোশাক শ্রমিক আহত

 নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাজ শেষে অটোতে করে বাড়ি ফেরার পথে ৬ পোশাক শ্রমিকের উপর হামলা করে হাত-পা বেঁধে একটি পরিত্যক্ত জঙ্গলে আটকে রাখে ডাকাতের দল।

এসময় আসলাম নামে এক পোষাক শ্রমিক গুরুত্বর আহত হয়। পরে অটো নিয়ে পালিয়ে যায় ডাকাত সদস্যরা। খবর পেয়ে আটককৃত পোশাক শ্রমিকদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (১ ৭ এপ্রিল) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের শিংলাব ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

তাল তলা ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শাহীন মিয়া জানান, শিংলাব ব্রিজ পোশাক শ্রমিকরা অটোতে করে বাড়ি ফেরার পথে ডাকাতদের হামলায় কয়েকজন আহতের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ফালান মিয়ার মেয়ে সখিনা বেগম, আব্দুল্লার ছেলে জনি মিয়া, ইসমাইল মিয়ার স্ত্রী মাহমুদা, মনির মিয়ার ছেলে আসলাম মিয়া, মেয়ে শারমিন সহ ৬জনকে উদ্ধার করা হয়েছে। তাদের বাড়ি সোনারগাঁওয়ের পাকুন্ডা মধ্য পাড়া এলাকায়।

তারা সবাই রূপগঞ্জের ডহরগাও এলাকার এনজেড নামের একটি পোশাক কারখানার শ্রমিক। পুলিশের খবর পেয়ে ডাকাতরা অটো নিয়ে পালিয়ে যায়।

প্রকাশিত : বুধবার, ১৭  এপ্রিল ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন