চাঁদপুরে ‘স্বাস্থ্য সুরক্ষায় দেশীয় ঔষধি উদ্ভিদের ব্যবহার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট :

বাংলাদেশ ইউনানাী ঔষধ শিল্প সমিতি ও মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্ট স বিজনেস প্রমোশন কাইন্সিল এর যৌথ আয়োজনে আজ ২৪ ফেব্রুয়ারি ২০২০ খ্রি. (সোমবার) চাঁদপুর ইউনানী তিব্বীয়া (মেডিক্যাল) কলেজ মিলনায়তনে স্বাস্থ্য সুরক্ষায় দেশীয় ঔষধি উদ্ভিদের ব্যবহার শীর্ষক সেমিনার-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও চাঁদপুর ইউনানী তিব্বীয়া (মেডিক্যাল) কলেজের সহ-সভাপতি কাজী শাহাদাত।

সেমিনারে সভাপতিত্ব করেন হারবাল প্রোডাক্ট,কসমেটিক অ্যান্ড ডায়েটারী সাপ্লিমেন্ট ম্যানুফ্যাকচারার্স এ্সোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন বাদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর চাঁদপুর এর ঔষধ তত্বাবধায়ক মৌসুমী আক্তার, বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির কার্যকারী পরিষদের সদস্য ও শ্রীপুর ল্যাবরেটরীজ (ইউনানী) এর ব্যবস্থাপনা পরিচালক হাকীম মোঃ মনিরুজ্জামান পাটওয়ারী, হারবাল প্রোডাক্ট,কসমেটিক অ্যান্ড ডায়েটারী সাপ্লিমেন্ট ম্যানুফ্যাকচারার্স এ্সোসিয়েশন অব বাংলাদেশ এর সহ-সভাপতি জনাব মোঃ আমিরুল ইসলাম। চাঁদপুর ইউনানী তিব্বীয়া (মেডিক্যাল) কলেজের অধ্যক্ষ হাকীম মোঃ শাহেদ হোসেন পাটওয়ারী।

চাঁদপুর ইউনানী তিব্বীয়া (মেডিক্যাল) কলেজের প্রভাষক হাকীম মোঃ সিদ্দিকুর রহমান প্রমাণিক এর উপস্থাপনায় পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখের চাঁদপুর ইউনানী (মেডিক্যাল) কলেজের প্রভাষক হাকীম বাকী বিল্লাহ, ৪র্থ বর্ষের ছাত্র মোঃ মিজানুর রহমান।

পরে মূল প্রতিবেদন উপস্থাপন করেন ইটিল্যাব ইন্ডাস্ট্রিজ এর কিউি এ ম্যানেজার তানজিনা ইয়াসমিন।

আরো উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনানী তিব্বীয়া কলেজের সহকারী অধ্যাপক হাকীম মোঃ মাহবুব হোসেন পাটওয়ারী হাকীম ছালমা সুলতানা সহ অন্যান্য চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউনানী চিকিৎসা দিন দিন এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার গুরুত্ব দিচ্ছে ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহকে অধুনিকতার সাথে তাল মিলিয়ে আরো উন্নতমানের মেডিসিন উৎপাদন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বক্তারা এর পাশাপাশি দেশীয় উদ্ভিদের ব্যবহার বাডানোর প্রতি আহবান জানান।