ই’য়াবাসহ জবির কর্মচারী গ্রেফতার

মাসুদ আলম, জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের আল-আমিন নামে এক ক’র্মচারীকে ১৩ পিস ই’য়াবাসহ গ্রে’ফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। আ’টককৃত আ’সামী স’হায়ক ক’র্মচারী ক’ল্যাণ স’মিতি, জবি-এর প্র’চার স’ম্পাদক বলে জানা গেছে।

এছাড়া আরও জানা যায়, গতকাল (৮ মার্চ) বিকাল ৪ টা ১০ মিনিটে স’দরঘাটের ওয়াইজঘাট মোড় থেকে তাকে গ্রে’ফতার করে কোতয়ালী থানা ‘পুলিশের উপ-প’রিদর্শক পবিত্র স’রকার ও খালিদ শেখ। এ সময় তার কাছ থেকে ১৩ পিস ই’য়াবা উ’দ্ধার করা হয়।

http://picasion.com/
এ বি’ষয়ে মা’মলার ত’দন্ত ক’র্মকর্তা, উপ-প’রিদর্শক খালিদ শেখ জানান, এ ব্যাপারে কোতয়ালী থানায় মা’দক দ্র’ব্য আ’ইনে একটি মা’মলা হয়েছে। আ’ইন অ’নুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্র’কৌশলী ওয়াহিদুজ্জামান জানান, তার বি’রুদ্ধে পু’লিশ আ’ইন অনুযায়ী ব্য’বস্থা নিবেন এবং আমার কাছে কোন অ’ভিযোগ আসলে ব্য’বস্থা নিব।

আ’টক হওয়া আ’সামী আল-আমিন এর ব্যাপারে জানার জন্য স’হায়ক ক’র্মচারী ক’ল্যাণ স’মিতি, জবি এর স’ভাপতি আব্দুর রহমানের সাথে কয়েকবার যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায় নি।