লক্ষ্মীপুরে মুজিব কর্ণার উদ্বোধন

মোঃ হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধি:

শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা চড়িয়ে দেওয়ার লক্ষ্যে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে নিজস্ব ক্যাম্পাসে ফিতা কেটে মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম. সালাউদ্দিন টিপু।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মাহাবুবুর রহমান, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, শহীদ মুক্তিযোদ্ধা আবুল বাশার বাসুর ছোট ভাই আব্দুল করিম প্রমুখ।

পরে অতিথিবৃন্দ মুক্তিযুদ্ধ কর্ণারে স্থাপিত মুক্তিযুদ্ধের দলিল, বঙ্গবন্ধুর আত্মজীবনী, প্রধান মন্ত্রীর ১০০ ভাষণ, শিশুদের মুক্তিযুদ্ধসহ মুক্তিযুদ্ধের ওপর লেখা বই ও প্রামাণ্য চিত্র পরিদর্শণ করেন। এসময় শিক্ষক ছাত্র-ছাত্রী অভিভাবকসহ বিপুল পরিমাণ লোক উপস্থিত ছিলেন।