বিদেশ ফেরত জামাই ঠাঁই পেলেন না শ্বশুরবাড়িতেও

প্রতিনিধি, সখিপুর, টাঙ্গাইল :

জাপান থেকে ১৫ মার্চ এক ব্যক্তি টাঙ্গাইল শহরের বাড়া বাসায় উঠতে চাইলেন। কিন্তু বাসার মালিক ও অন্য ভাড়াটিয়ারা তাকে বাসায় উঠতে দেননি।

gif maker

ভাড়াটেরা রাজি না হওয়ায় তিনি তার স্ত্রী ও দু’সন্তানসহ গ্রামের বাড়ি বাসােইল উপজেলায় চলে আসেন।

সেখানেও গ্রামবাসী করোনা সন্দেহে তাকে তাড়িয়ে দেন। তিনি পরে সোমবার সকালে সখিপুর শহরের শ্বশুরবাড়িতে চলে আসেন। কিন্তু ওই বাড়ির লোকজন তা টের পেয়ে পুলিশে খবর দেন।

http://picasion.com/
পুলিশ এসে ঘটনাস্থলে দেখেন ওই জামাই শ্বশুরবাড়ির বাজারে ঘোরাফেরা করছেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে বিশ হাজার টাকা জরিমানা করেন।

পরে আদালত শ্বশুরবাড়ির সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখার প্রস্তাব দিলে শ্বশুরবাড়ির লোকজন ও প্রতিবেশিরা রাজি হননি।

উপায়ন্তর না পেয়ে ওই জামাইসহ চারজনকে টাঙ্গাইল শহরের বাসায় হোম কোয়ারেন্টিনে থাকার শর্তে পুলিশের সহযোগিতায় পাঠিয়ে দেওয়া হয়।