পটুয়াখালীর মৌডুবী ইউনিয়ন লকডাউন করল গ্রামবাসীরা, প্রবেশপথে সতর্কতা

আলামিন ফরাজী, পটুয়াখালী থেকে :

করোনা মোকাবেলায় চেষ্টার কোন ত্রুটি রাখছেনা মানুষ। প্রাণঘাতী করোনা এড়াতে প্রতিটা পদেই সতর্কতা অবলম্বন করছে মানুষ।

এবার রাংগাবালী উপজেলার মৌডুবী ইউনিয়ন এর ১১ নম্বর গ্রামে দেখা গেলে অভিনব এমন একটি ঘটনা। গ্রামে প্রবেশকারী সবাইকে হাত ধুয়ে গ্রামের ভিতরে প্রবেশ করতে হবে এমন নিয়ম জারি করেছে গ্রামবাসী।

রাংগাবালী উপজেলা থেকে মৌডুবী ইউনিয়নে ঢুকতে প্রধান সড়ক হলো গ্রামের উপর দিয়ে । আটশর মত পরিবারের বসবাস গ্রামটিতে।

gif makerসাময়িক চেক পোস্ট দিয়ে ব্যারিকেট দেওয়া হয়েছে গ্রামটির দুই পাশে। আর সেখানেই রাখা হয়েছে সাবান এবং পানির ব্যবস্থা। যেনো সাবান দিয়ে হাত ধুয়ে তারপর মানুষ গ্রামে প্রবেশ করতে পারে।

গ্রামের রাসেল গাজী জানান, করোনার আক্রমণ থেকে নিজেদের বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিয়েছি আমরা। বহিরাগতদের অবশ্যই আমাদের গ্রামে হাত পরিষ্কার করে ঢুকতে হবে। এই নিয়ম না মানলে সে যেই হোক না কেন তাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। আমাদের গ্রামবাসীর নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মৌডুবী আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাওসার গাজী বলেন,আমি এই ১১ নম্বর গ্রাম(নিজ গ্রাম) থেকে লক ডাউন ব্যাবস্থা শুরু করছি।মৌডুবী ইউনিয়ন এর প্রতেকটা গ্রামের প্রবেশ পথে এমন ব্যাবস্থা করবো। দেশের প্রতেকটা মানুষকে সেচতেন থাকতে হবে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে হবে তাহলেই আমরা সকলে সুস্থতা কামনা করতে পারবো।।