ঝিনাইদহের মহেশপুরে বৈরী আবহাওয়ার কারণে ধান চাষীরা বিপাকে

ফজলে রাব্বি টিটো, মহেশপুর প্রতিনিধি :

বৃষ্টির ও ঝড়ো বাতাসের কারণে মহেশপুরের প্রত্যান্ত অঞ্চলের ধান চাষীরা বিপাকে পড়েছে। কষ্ট করে ধান ঘরে তুললেও হচ্ছে না গো খাদ্য বিচালী সংরক্ষণ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেক কৃষক।

জানা গেছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ,বাগান মাঠ, ভৈরবা, তালসার,সেজিয়া, নেপাল, বাঘাডাংগা সহ প্রত্যন্ত অঞ্চলে বৃষ্টি সহ হালকা ঝড়ো বাতাসের কারণে পাকা ধানের জমিতে পানি জমে গেছে , অনেক ধান মাটি ছূয়ে পড়ে আছে আবার অনেকের কাটা ধানের জমিতে পানি জমে ধান ভাসছে পানিতে এতে চরম বিপাকে পড়েছে এলাকার কৃষকরা।

এই বিষয়ে এলাকার কয়েকজন কৃষকর সাথে কথা বলে জানা যায় বর্তমানে ধান কাটা কামলা পাওয়া যাচ্ছে কম তার পরেও বৈরী আবহাওয়ার কারণে ধান কেটে ঘরে তুলতে রীতিমতো পড়তে হচ্ছে বিপাকে তার পরেও গো খাদ্য বিচালী উৎপাদন খুব কম হবে এতে গো খাদ্যর সংকট দেখা দিতে পারে ।

এই বিষয়ে আরও কয়েকজন কৃষক জানান অন্যান্য বারের চেয়ে এবার ধানের দাম বেড়েছে এসময় ধানের গাছ গোঁ খাদ্য হিসেবে সংরক্ষণ করতে পারলে অনেকটা লাভবান হতেন কৃষকরা ।