তৃতীয় লিঙ্গের সদস্যের পাশে এক অনন্য মানবিকতায় নেত্রকোনার পুলিশ সুপার

এম এইচ সামাদ, নেত্রকোনা প্রতিনিধি :

আকবর আলী মুন্সী। পুলিশ সুপার। নেত্রকোনার যুগোপযোগী নেতৃত্ব ও তদারকি আইনশৃঙ্খলা সুস্থ স্বাভাবিক রাখার পাশাপাশি কোভিড ১৯(করোনা ভাইরাস ডিজিজ) এর প্রাদুর্ভাব বিস্তার রোধে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদেয় ৩১ দফা নির্দেশনা বাস্তবায়নে বদ্ধপরিকর।

পুলিশ সুপার নেত্রকোনা উল্লিখিত কার্যাবলী বাস্তবায়নসহ মানবিক পুলিশিং অব্যাহত রেখেছেন।তিনি সরকার ঘোষিত লকডাউন এর কারণে দুঃস্থ,অসহায় ও কর্মহীন মানুষদের মাঝে স্বীয় অবস্থান থেকে খাদ্যসামগ্রী সরবরাহ করে যাচ্ছেন। বিশেষ করে দলিত জনগোষ্ঠীদের (কামার, কুমার জেলে, বেদে ইত্যাদি) অসহায়ত্বের বিষয় বিশেষ বিবেচনায় নিয়ে তাদের পাশে সহায়তার হাত প্রশস্ত করে যাচ্ছেন।

এই ধারাবাহিকতায় জেলার মদন থানা এলাকায় বসবাসরত তৃতীয় লিঙ্গের ১২০ জন সদস্যের কর্মহীনতার বিষয়টি পুলিশ সুপার নেত্রকোনার সুনজরে আসে এবং তিনি স্বপ্রণোদিত হয়ে নেত্রকোনা
জেলা শহর হতে প্রায় ৩৫ কি মি দূরে খাদ্যসামগ্রীসহ মদন থানায় উপস্থিত হয় নিজহস্তে তাদের মধ্যে তা বিতরণ করেন।

প্রতি প্যাকেটে রয়েছে ০৭ কেজি চাল, ০১ কেজি তৈল, ০১ কেজি ডাল, ০১ কেজি আলু, ০১ কেজি লবণ, সাবান, শুকনা মরিচ।