শেরপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানপাট ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

মো. জাকারিয়া খান জাহিদ, শেরপুর প্রতিনিধি:

সরকারি ঘোষণা অনুযায়ী খুলে দেওয়া দুই দিনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানপাট ছাড়া সব ধরনের ব্যবস্যা প্রতিষ্ঠান অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিড।

সোমবার ১১মে বিকালে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ্ব মো. আসাদুজ্জামান রওশন এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, দেশে নোভেল করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে দীর্ঘদিন সারা দেশের সকল দোকানপাটসহ ব্যবস্যা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত ১০ মে রবিবার হতে ব্যবসা প্রতিষ্ঠান কিছুসংখ্যক শর্ত সাপেক্ষে খোলা রাখার নির্দেশ প্রদান করা হয়। কিন্তু শর্তসমূহ যথাযথভাবে প্রতিপালন করা সম্ভব নয়।

বিধায় জনগণের জীবন বাঁচানো স্বার্থে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিড এর কার্যনির্বাহী পরিষদ ও বিভিন্ন ব্যবস্যায়ী সংগঠনের জুরুরি বর্ধিত সভা সর্বসম্মতি সিদ্ধান্ত মোতাবেক আজ ১২ মে মঙ্গলবার হইতে শেরপুরের সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।