শরীয়তপুরে একদিনে ৪৩ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক :
শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৩ জন। এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৭ জনে।

সোমবার (১৫ জুন) নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন ৮ পুলিশ সদস্য, একজন চিকিৎসক ও একজন ইউপি চেয়ারম্যান। ২৪ ঘণ্টায় ১৮৭টি নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৪৩ জন। বিগত দিনের তুলনায় এটায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৮৬৯ জনের। তারমধ্যে আর ৩ হাজার ৫৫০ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। যারমধ্যে ভাইরাস পজেটিভ এসেছে ২৪৭ জনের। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ৪ জন। আর সুস্থ হয়েছেন ১০৯ জন।

নতুন আক্রান্তদের মধ্যে শরীয়তপুর জেলা পুলিশ লাইনের সদস্য রয়েছেন ৮ জন, শরীয়তপুর পৌরসভায় ৯ জন, রীদ্রকর ইউনিয়নে ২ জন, জাজিরার বড়কান্দি ইউনিয়নে ৬ জন, মুলনা ইউনিয়নে ২, জাজিরা পৌরসভায় ১, বিলাশপুর ইউনিয়নে ১ জন। ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নে ৫, ভেদরগঞ্জ পৌরসভায় ৪, ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার। ডামুড্যা পৌরসভায় ৪ জন, পূর্ব ডামুড্যা ইউনিয়নে ১, শিধলকুড়া ইউনিয়নে ১, নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নে ৩, ভোজেশ্বর ইউনিয়নে ১ গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নে ১, নাগেরপাড়া ইউনিয়নে একজন। আওয়ালাপুর ইউনিয়নে ১ জন মোট ৪৩ জন কোভিড ১৯ পজিটিভ এসেছে।