পাপুল যাদের ঘুষ দিয়েছিলেন তাদের খুঁজছে কুয়েত পুলিশ

নিউজ ডেস্ক :

মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুল যাদের ঘুষ দিয়েছিলেন তাদের খুঁজছে পুলিশ। কুয়েতের পত্রিকা আরব টাইমসে সোমবার (২২ জুন) এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, পলাতক দু’জন সন্দেভাজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের একজনকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে বাংলাদেশিদের চাকরি দেয়ার জন্য পাপুল ঘুষ হিসেবে প্রায় ২৮ কোটি টাকা দিয়েছিলেন।

এছাড়া পাপুলের অফিস থেকে কাগজপত্র জব্দ করতে কুয়েতের পাবলিক প্রসিকিউটর নির্দেশ দিয়েছেন।

এখন পর্যন্ত এই ঘটনার তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণায়ের কর্মকর্তা, একজন ব্যবসায়ীসহ মোট সাতজন সন্দেহভাজন তালিকায় রয়েছেন।

মানবপাচার, ভিসা বাণিজ্য ও অর্থপাচার সংক্রান্ত অপরাধে এ মাসের প্রথম সপ্তাহে পাপুল গ্রেফতার হন কুয়েতে। পরে তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে বিশাল দুর্নীতির তথ্য।