যৌবনের ছায়া

মিজানুর রহমান রানা :

উতালা বাতাসে উড়িয়ে নিল জামদানী শাড়ি তোমার
গোলাপী আভা দুই চোখে
আমার হৃদয়ে তোমার আসন নয় সীমিত,
ভালবাসার যাদু কন্ঠে নিয়ে
টেক্সাসের ওপারে
যৌবনের ছায়া দেখেছি আমি।

যেন পূর্ণিমার রূপালী পরিপূর্ণ চাঁদনী রাতে
ভালবাসার অপূর্ব শোভা বিস্তার,
আঁকাবাঁকা ঝরনার বারিধার
তোমার দু’চোখে ঢেউ বয়ে যায়।

রচনাকাল : ১৯৯৫ খ্রি.