সুনামগঞ্জে নদীর পানি বৃদ্ধি অব্যাহত

নিউজ ডেস্ক :

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি ৭ দশমিক ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত এখন পর্যন্ত অব্যাহত থাকায় জেলার যাদুকাটা, রক্তি, খাসিয়ামারা, চলতি, সুরমা, পাটলাইসহ সবকটি সীমান্ত নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এছাড়া ঢলের কারণে হাওর এলাকাতে পানি বাড়ছে। তবে এখন পর্যন্ত কোনো এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, জেলার শক্তিরখলা, মুসলিমপুর, ডলুরা, আক্তাপাড়া, জগন্নাথপুর ও সোলেমানপুর, লাউড়েরগড় পয়েন্টে সীমান্ত নদীর পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড।

সুরমা নদীর পানি বৃদ্ধিও কারণে নদী তীরবর্তী এলাকা সুনামগঞ্জ পৌর এলাকার পশ্চিমবাজার, সাববাড়ির ঘাট, বড়পাড়া মল্লিকপুরসহ বেশ কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, সীমান্তের ওপাড় থেকে নেমে আসা ঢলে নদনদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে সুরমা নদীর পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে।