ভাঙ্গা মন : ক্ষুদীরাম দাস

ভাঙ্গা মন

লিখেছেন : ক্ষুদীরাম দাস

ভাঙ্গা মন যখন রাস্তায় চলে
চলে সে তো চলার মতো নয়
চলতে হয় তাই চলে
মচকাবে, তবু হবে না ক্ষয়।

চারিদিকে নীতিহীন ষড়যন্ত্র
জীবনের রাস্তায় চলে অনৈতিক সংলাপ
কুঁড়ে কুঁড়ে মরছে বিবেক
তবু বাঁচতে চায়, বাধা হয় অভিশাপ!

ভাঙ্গা মন আমার তাহার সবার
আশার ভেলা ভাসিয়ে চলে সবাই
অপূর্ণ থেকে যায়, তবু আশা জেগে থাকে
শেষান্তে কী খুঁজে পাই?

যাতনায় জ্বলছি সকলে
কষ্টকে সঙ্গী করে বেঁচে থাকা,
ভাঙ্গা মন-এঁকে চলেছি মোরা
কীসের ছবি আঁকা।