দোহারে মাস্ক ও হেলমেট না থাকলে আইনি ব্যবস্থা : উপজেলা প্রশাসন

মাকসুমুল মুকিম
দোহার প্রতিনিধ :
ঢাকার দোহার উপজেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে জনসাধারনকে স্বাস্থ্যবিধি মানাতে প্রতিদিনের অভিযানের ন্যায় আজও ধারাবাহিক ভাবে অভিযান অব্যাহত রেখেছে দোহার উপজেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় আজ শনিবার ৫ই সেপ্টেম্বর বিকেলে দোহার উপজেলার জয়পাড়া ও লটাখোলা এলাকায় অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
এসময় সংক্রমক রোগ (নিয়ন্ত্রণ প্রতিরোধ ও নির্মূল) আইন ২০১৮ ও সড়ক পরিবহন আইনে ২০ জনকে অর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
 এছাড়া পথচারী ও রিক্সাচালকদের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।

০৫ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ২১ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ১৬ মুহররম ১৪৪২ হিজরি, শনিবার

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না