যেদিন দেখা হবে : ক্ষুদীরাম দাস

যেদিন দেখা হবে
তুমি সেদিন মন ভরে সাজিস,
আর সেদিন তোমার ঐ মায়াভরা ঐ দুটি চোখে
আমার দেয়া কাজল আঁকিস।

যেদিন দেখা হবে
আমার দেয়া নীল শাড়িটা পড়িস,
আর ভালোবাসি লাল টিপ
তোর কপালেতে দিস।

যেদিন দেখা হবে
ঠিক সময়ে আসিস
নীল পোশাকে দেখি যেন
নীল শাড়ি যদি না পড়িস।

যেদিন দেখা হবে
চিনবো তোকে করবো না ভুল
নজরুলের মতো আমিও সেদিন
দেবো খোপায় তারার ফুল।

যেদিন দেখা হবে
মেহেদী রাঙা দু’হাতে চুড়ি পড়িস,
আলতা কেনো বাদ যাবে
পায়েতে মাখিস।

যেদিন দেখা হবে
খালি হাতেই আসিস,
ভালোবাসায় সাজিয়ে দিবো
হৃদয় ভরে নিস।