মানুষকে বুঝতে পারা খুবই কঠিন!

কথিকা

ক্ষুদীরাম দাস :
সত্যিই মানুষকে বোঝা খুবই কঠিন। আজ যাকে বিশ্বাস করে তার সঙ্গ ধরেছেন, সে হয়তো মুহূর্তের মধ্যে কঠিন মূর্তি ধারণ করবে। হতবাক হয়ে যাবেন তার কাণ্ড কীর্তিতে!

এমন মানুষের কোনো অভাব নেই। হতে পারে সে আপনার খুবই আপনজন, অথবা হতে পারে সে আপনার প্রতিবেশী। এ ধরনের কঠিন মানুষ খুবই ভয়ানক হয়ে থাকে। মানুষরূপী এ ধরনের অমানুষদের কারণেই সত্যিকারে ভালো মানুষরা সমাজে অবহেলিত হয়। তারাও অন্যের সন্দেহের তালিকার মধ্যে থাকে।

বড়ই বিচিত্র মানুষের মানসিকতা! কখনো কখনো এটা বোঝা কঠিন হয় যে, কার কথা সত্যি; আর কার কথাই বা মিথ্যা। তার হিসাব পাওয়া বড়ই জটিল। আমরা মানুষ যদি এতোটা কঠিন হয়ে যায় তাহলে পশুপাখিদের কথা আমরা কী বলতে পারি।

কবি কি আর মিথ্যাই বলেছেন, ‘পশুপাখি অতি সহজেই পশুপাখি; আর মানুষ অতি কষ্টে মানুষ!’ এই চির সত্য, বাস্তব ও কঠিন কথাটি কী চিন্তা করে যে তিনি বলেছেন সেটা আমাদের বোঝা কখনো কখনো বড় দায় হয়ে যায়। আর আমরা মানুষতো অভিনয়ে সেরা হয়ে গেছি। তাই কে যে কোন ধরনের অভিয়ন করছে সেটাও আমরা অনুমান করতে পারি না। তাই যাকেই আমরা সামনে দেখি তাকেই আমাদের সন্দেহ জাগে! কারণ, মানুষকে বুঝতে পারা খুবই কঠিন!

০৯ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ২৫ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২০ মুহররম ১৪৪২ হিজরি, বুধবার

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না