খারাপ সময়

কথিকা

ক্ষুদীরাম দাস :

প্রতিটি মানুষের জীবনেই সময় কখনো এক রকম যায় না। কখনো কখনো সময়টা বড়ই খারাপভাবে উপস্থিত হয়। সেটা যে কোনো কারণেই হতে পারে।

আমাদের সমাজে কিছু মানুষ আছে, অন্যের খারাপ সময়ে তার প্রতি তো কোনো সহানুভূতি প্রকাশ করেই না; বরং তার আঘাতের স্থানে আরেকটু আঘাত করার চেষ্টা করে। কিন্তু বাস্তবিক কারো খারাপ সময়ে তার পাশে দাঁড়াতে হয়। এমন শিক্ষা আমাদের সকলেরই হওয়া উচিত এবং নৈতিক দায়িত্ব হওয়া সকলেরই উচিত।

কেননা খারাপ সময়ে একজন মানুষ ও তার পরিবারে অনেক দু:শ্চিন্তা থাকে, তাকে কষ্ট ও যন্ত্রণা। ওই অবস্থায় তার সাহায্যের দরকার। কিন্তু কেউ কেউ তাকে উল্টে খোঁচা দিয়ে কথা বলা বা তাকে আঘাত করতে পারলে যেন খুবই মজা পায়, আনন্দ পায়; সত্যিই এমন আনন্দ অসৎ আনন্দ ও নির্মমতার পরিচয়ই প্রকাশ করে।

যদি সুযোগ হয় তখন কারো দুঃখের দিনে তাকে সাহায্য করাই উত্তম। কেননা হঠাৎ একদিন যে কারো খারাপ সময় উপস্থিত হতে পারে। অতএব, কারো খারাপ সময়ে দু:খ দেয়া বা নিজে নিজে আনন্দ করা মোটেও সভ্যতার পরিচয় নয়।