পাংশায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

 

শাকিল আদনান, রাজবাড়ী সংবাদদাতা :
রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে রবিবার বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা’র আয়োজনে ও উপজেলা প্রশাসন পাংশার বাস্তবায়নে এ কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সকাল ১১ টায় গ্রুপ ভিত্তিক মাধ্যমিক প্রর্যায় ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন। পরে বিজয়ী ৩টি গ্রুপের মধ্যে পরুস্কার প্রদান করা হয়। বিজয়ী ৩টি দল জেলায় অংশ গ্রহণ করবেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, বিশেষ অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ^াস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এম নাসিম আখতার, উপজেলা আইসিটি প্রগ্রামার মোছাঃ মাহবুবা আখতার, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রাশেদা খাতুন, উদয়পুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম,কলিমহর জহুরুন্নেচ্ছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, চরহরিনাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

২০ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ০৫ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ০২ সফর ১৪৪২ হিজরি, রোববার