রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের

রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ও পাংশা থানা পুলিশের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে।

রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর সার্বিক তত্বাবধানে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন – এর নেতৃত্বে অভিযান পরিচালনাকালে পাংশা মডেল থানার কসবামাজাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ মাহবুবুর রহমান সঙ্গীয় এসআই সেকেন্দার হোসেন, এসআই মোঃ কামাল হোসেন, এএসআই আবু বকর সিদ্দিক, এএসআই (নিঃ) মোঃ রিপন খান ও ফোর্সসহ রাত্রীকালীন টহল ডিউটি করাকালনী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, পাংশা মডেল থানাধীন সুবর্নখোলা সাকিনস্থ সুবর্নখোলা ঈদগাহ ময়দানের মাঠে দক্ষিন পূর্বকোনে মেহগনি বাগানের পাশে ৪০/৫০ জন লোকজন আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন দেশীয় তৈরি অস্ত্র-সস্ত্র নিয়া কসবামাজাইল ইউপি এলাকায় ডাকাতি করার প্রস্তুতি গ্রহন করিতেছে।


উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া মঙ্গলবার রাত ১টার দিকে সময় সুবর্নখোলা ঈদগাহ ময়দানে উপস্থিত হইয়া চারিপাশে ঘেরাও করিলে পুলিশের উপস্থিতি টের পাইয়া সংঘবদ্ধ ডাকাতদলের সদস্যরা পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় স্থানীয় সাক্ষীদের সম্মূখে সর্বমোট ৩৭ জন ডাকাত ও তাহাদের নিকট হইতে অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাহাদের নাম ঠিকানা জিজ্ঞাসা করিলে ১। মোঃ জজ আলী বিশ্বাস (৬৫) ২। মোঃ মশিউর রহমান@ পিল্টু(৪০) ৩। মোঃ সোহোরাব (৩৫) ৪। মোঃ শরিফুল ইসলাম (৩৮) ৫। মোঃ ফয়জুর রহমান লাল্টু(৫০) ৬। মোঃ রফিকুল ইসলাম (৩৬) ৭। মোঃ সহিদুল ইসলাম (২৬) ৮। মোঃ মাহাবুবুর রহমান (৪০) ৯। মোঃ তৈয়বুর রহমান (৫৫) ১০। মোঃ আইয়ুব মোল্লা (৩৫) ১১। মোঃ বাবন মোল্লা (২৫) ১২। মোঃ পান্না খাঁন (৪০) ১৩। মোঃ উকিল খাঁন (৩৫) ১৪। মোঃ আনারুল খাঁন(২৬) ১৫। মোঃ সেলিম মোল্লা(২৫) ১৬। মোঃ সোহান মোল্লা (২০) ১৭। মোঃ সোহাগ হোসেন (২০) ১৮। মোঃ ফজলুল হক জোয়াদ্দার (৬৫) ১৯। মোঃ জিল্লু মোল্লা (৪০) ২০। মোঃ দিপু জোয়াদ্দার (৩৪) ২১। মোঃ আঃ রাজ্জাক জোয়াদ্দার (৪৯) ২২। মোঃ লাল চাঁদ জোয়াদ্দার (৫৫) ২৩। মোঃ মতিন বিশ্বাস (৩০) ২৪। মোঃ বদিয়ার বিশ্বাস (২৫) ২৫। মোঃ তুহিন বিশ্বাস(২৫) ২৬। মোঃ জাকির বিশ্বাস (৩৫) ২৭। মোঃ মিন্টু মন্ডল (৪০) ২৮। মোঃ ফরিদ মন্ডল (২৭) ২৯। মোঃ মাসুদ রানা বাচ্চু (৩৪) ৩০। মোঃ সাহেব আলী খাঁন (৪২) ৩১। মোঃ আজিম মন্ডল(৩৩) ৩২। মোঃ মুক্তি খাঁন (৪৫) ৩৩। মোঃ কামরুল খাঁন (৩৮) ৩৪। মোঃ আকমল মন্ডল (৫৯) ৩৫। মোঃ মামুন বিশ্বাস (৩০) ৩৬। মোঃ জাহিদ খাঁন (২২) ৩৭। মোঃ আহসান হাবিব (১৮) বলিয়া জানা যায়। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে তাহারা কসবামাজাইল ইউপি এলাকায় ডাকাতির করার জন্য সমবেত হইয়াছে বলিয়া জানায়।

আসামীদের তাহাদের হেফাজত হইতে ১। ২টি ওয়ান শুটার গান ২। ৩টি কাতুজ ৩। ৯ টি চাপাতি ৪। ৬ টি হাসুয়া ৫। ৪ টি ছোরা ৬। ২টি রামদা ৭। ১টি দা, ৮। ১টি ভোজালী ৯। ২টি জিআই পাইপ ১০। ১টি লোহার রড় উদ্ধার করা হয়। এ ঘটনায় পাংশা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

২৪ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ০৯ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ০৬ সফর ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার