শেরপুরের শ্রীবরদীতে বিনামূল্যে সবজি বীজ পেলো ১৪শ কৃষক

মো. জাকারিয়া খান জাহিদ, স্টাফ রিপোর্টার :
বন্যা পরবর্তী ক্ষতি পুষিয়ে নিতে ও উৎপাদন বৃদ্ধির লক্ষে শীত মৌসুমের জন্যে শেরপুরের শ্রীবরদীতে বিনামূল্যে ১৪শ কৃষকের মাঝে ১৩টি জাতের সবজির বীজ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১অক্টোবর (বৃহস্পতিবার) কৃষি অফিস চত্তরে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সবজি বীজ বীতরণ উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম। সভায় বক্তারা বলেন, এবার বন্যার কারণে কৃষকরা অনেকটা ক্ষতিগ্রস্ত। শীতকালীন সবজি চাষ করে কৃষকরা ক্ষতি পুষিয়ে নিতে পারবে। এমনকি সবজির উৎপাদনও বৃদ্ধি পাবে। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকসহ কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

————————————————————-

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

০১ অক্টোবর ২০২০ খ্রি. ১৬ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১৩ সফর ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার