শান্তি আমাদের ভেতরেই

কথিকা : ক্ষুদীরাম দাস
শান্তিতে থাকা এবং শান্তির আবহ তৈরিতে ব্যক্তির অহঙ্কার, স্বার্থপরতা, হিংসা, ঘৃণা, মূল্যবোধের ঘাটতি এবং অজ্ঞতা বড় অন্তরায়। শান্তিতে থাকার পজিটিভ মানসিকতা দিয়ে এই বাঁধাগুলিকে অপসাণ করা সম্ভব। মনের আনন্দপূর্ণ শান্তভাব হল শান্তি।

মন এবং আবেগকে যেভাবে চালান যাবে সেভাবেই শান্তি থাকবে। শান্তি আমাদের র্ভিতরেই লুকিয়ে আছে। নিজেকে প্রস্তুত করার মধ্যেই সেই আকাক্সিক্ষত শান্তি নির্ভর করে। তখন অনর্থক সম্পদের বা জাগতিক জ্ঞানের দর্প বা অহঙ্কার থাকে না।

হিংসা-হিংসী, অন্যকে হেয় করার প্রবণতা থাকে না। কিন্তু সেই পর্যায়ে আমরা পৌঁছাতে পারি না। আমরা বার বার ব্যর্থ হই নিজেকে চিনতে ও জানতে। কিছু মানুষ আছে বুঝতেই পারে না যে, মানুষ কীভাবে শান্তিতে থাকবে সেই চেষ্টা করেই না।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

২০ অক্টোবর ২০২০ খ্রি. ০৪ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০২ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, মঙ্গলবার