তারুণ্যের উচ্ছ্বাস দিয়ে চাঁদপুরবাসীর স্বপ্ন পূরণে আমরা কাজ করবো : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

চাঁদপুর পৌরসভার নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠানে

অামরা শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে এক‌টি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যা‌চ্ছি : চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ

আমি সারা জীবন আপনাদের জন্য কাজ করবো :  নবনির্বাচিত মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল

সাইদ হোসেন অপু চৌধুরী :
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন চাঁদপুর পৌরসভা নির্বাচনটি অত্যন্ত নিরপেক্ষ, সুষ্ঠু এবং সমৃদ্ধ ইভিএমের মাধ্যমে হয়েছে। এই নির্বাচন ১২৫ বছরে পৌরসভার ইতিহাসে সবচেয়ে বড় পাওয়া, নির্বাচনে একঝাঁক নতুন নেতৃত্ব এসেছেন। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মেধাবী উজ্জল তরুনকে মনোনয়ন দিয়েছেন। অত্যন্ত সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন প্রশাসন। বহু বাঁধা অতিক্রম করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরো বলেন, চাঁদপুর পৌরসভায় এতোবড় বিজয় আগে কখনো হয়নি। যে স্বপ্ন আমার সে স্বপ্ন বাস্তবায়নে আমি আমাদের মেধাবী নেতৃত্ব জিল্লুর রহমান জুয়েলকে পেয়েছি। আমার সার্বিক সহযোগিতা থাকবে। সদাহাস্যজ্বল মেধাবী দক্ষ নেতৃত্ব নব পৌর পিতা জিল্লুর রহমান জুয়েল জনগনের আমানত রক্ষা করবে। তারুন্যর উচ্ছ্বাস দিয়ে চাঁদপুরবাসীর স্বপ্ন পূরণে আমরা কাজ করবো। জনগন আওয়ামীলীগের উপর আস্থা রেখে ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে। আমরাও সে দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতার সাথে পালন করবো।

আপনারা প্রত্যেকে যার যার ক্ষেত্রে সর্বোচ্চ নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করবেন বলে আমি বিশ্বাস করি। জননেত্রী শেখ হাসিনা জুয়েলকে মনোনীত করেছেন বলেই কিন্তু ভোটাররা ভোট দিয়ে নির্বাচিত করতে পেরেছেন। চাঁদপুর পৌরসভা একটি স্বচ্ছ সুন্দর পরিবেশের মধ্যেদিয়ে ইভিএম এর মাধ্যেমে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। যারা ভোট কেন্দ্রে এসে, আপনাদের মূল্যবান ভোট দিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।

তিনি ২৪ অক্টোবর সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদের হল রুমে চাঁদপুর পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারন আসনের কাউন্সিলর পদে নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শপথ গ্রহণ পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি।
তিনি বলেন ভোটারদের দেওয়া কথাগুলো পালন অাপনা‌দের নৈ‌তিক দা‌য়িত্ব। অাপনার গণতা‌ন্ত্রিকভা‌বে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন, তাই প্র‌তি‌দিনই অাপানা‌দের অ‌নেক দা‌য়িত্ব র‌য়ে‌ছে। অামরা শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে এক‌টি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যা‌চ্ছি। স্বপ্ন পূরনে অাপনারা অংশ হি‌সে‌বে কাজ কর‌বেন ব‌লে অা‌মি বিশ্বাস ক‌রি।

নবনির্বাচিত মেয়র জিল্লুর রহমান জুয়েল বলেন, মানুষ বিশ্বাস-আস্তা রেখে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আপনাদের ভোটের মূল্যায়ন রেখে প্রত্যেকটি কাজ করে যাবো। চাঁদপুর পৌরসভায় এই নির্বাচনটি একটি অবিস্বরণিয় নির্বাচন। আপানাদের বিশ্বাস আর ভালোবাসায় এই নির্বাচনে জয়ী হয়েছি। আমি সারা জীবন আপনাদের জন্য কাজ করবো। পৌরসভায় আমি দায়িত্ব পেয়েছি, সকলকে নিয়ে একসাথে কাজ করবো।

অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামানের পরিচালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম বার সাধারণ কাউন্সিলরদের পক্ষে ১১নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন পাটোয়ারী বাবু, সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের পক্ষে আয়েশা রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, মো. ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, উপদেষ্টা ডা. বদরুন নাহার চৌধরী, সহ-দপ্তর সম্পাদক রনজিত রায় চৌধুরী, তথ্য ও গভেষনা সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান কবির হোসেন, হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, চাঁদপুর চেম্বর অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম, সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, তমাল কুমার ঘোষ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম বাবুল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাসুদা নূর খান, পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটোয়ারী, গোলাম কিবরিয়া জীবন, বি এম হান্নান, শরীফ চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।

গত ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল সরকারি গেজেট প্রকাশিত হয় গত ১৫ অক্টোবর।

শপথ গ্রহণ করেন, চাঁদপুর পৌর নির্বাচনে বিজয়ী মেয়র পদে অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে উটপাখি মার্কায় মোহাম্মদ আলী মাঝি, ২নং ওয়ার্ডে উটপাখি মার্কায় মো. মালেক শেখ, ৩নং ওয়ার্ডে পানির বোতল মার্কায় মো. আ. লতিফ গাজী, ৪নং ওয়ার্ডে টেবিল ল্যাম্প মার্কায় মামুনুর রহমান দোলন, ৫নং ওয়ার্ডে উটপাখি মার্কায় মো. সাইফুল ইসলাম ভূইয়া, ৬নং ওয়ার্ডে উটপাখি মার্কায় মো. সোহেল রানা, ৭নং ওয়ার্ডে উটপাখি মার্কায় মো. শফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ডে ব্ল্যাকবোর্ড মার্কায় অ্যাড. মো. হেলাল হোসাইন, ৯নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী চান মিয়া মাঝি, ১০নং ওয়ার্ডে পানির বোতল মার্কায় মো. ইউনুছ শোয়েব, ১১নং ওয়ার্ডে পাঞ্জাবি মার্কায় মো. ইকবাল হোসেন পাটোয়ারী, ১২নং ওয়ার্ডে উটপাখি মার্কায় মো. হাবিবুর রহমান দর্জি, ১৩নং ওয়ার্ডে ফাইল কেবিনেট মার্কায় মো. আলমগীর গাজী, ১৪নং ওয়ার্ডে পাঞ্জাবি মার্কায় মো. খায়রুল ইসলাম নয়ন, ১৫নং ওয়ার্ডে উটপাখি মার্কায় অ্যাড. কবির হোসেন চৌধুরী।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২,৩নং ওয়ার্ডে চশমা মার্কায় ফেরদৌসী আক্তার, ৪,৫,৬ নং ওয়ার্ডে জবাফুল মার্কায় খালেদা রহমান, ৭,৮,৯ নং ওয়ার্ডে চশমা মার্কায় মিসেস ফরিদা ইলিয়াস, ১০,১১,১২ নং ওয়ার্ডে আনারস মার্কায় আয়েশা রহমান, ১৩,১৪,১৫নং ওয়ার্ডে জবাফুল প্রতীকে মোসাম্মৎ শাহিনা বেগম।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সদর উপজেলা জামে মসজিদের ইমাম মাও. কেছায়েত উল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের প্রতিনিধি বিমল চন্দ্র দে, বাইবেল পাঠ করেন মনিন্দ্র বর্মন, পবিত্র ত্রিপিঠক পাঠ করেন ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

২৪ অক্টোবর ২০২০ খ্রি. ০৮ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৬ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, শনিবার