যদি শান্তিতে থাকতে চাই

কথিকা :

 

ক্ষুদীরাম দাস : 
যদি শান্তিতে থাকতে চাই, তবে হিংসা, ছলনা, দুষ্টতাকে পরিত্যাগ করতে শিক্ষা গ্রহণের প্রয়োজন আছে। অন্যদিকে শুধুমাত্র নিজে সবদিক দিয়ে ভালো বা শান্তিতে থাকার অর্থ প্রকৃত শান্তি নয়।

যেমন শারীরিকভাবে সুস্থ থাকা, মানসিকভাবে সুস্থ থাকা, সামাজিকভাবে এবং আত্মীকভাবে সুস্থ থাকার মধ্যেই চরম সুখ। যদিও শান্তিকে কোন স্কেলে পরিমাপ করা যায় না।

যে পরিবারে বাস করি, যারা আমাদের প্রতিবেশী, আমাদের চারপাশের পরিবেশ সবকিছুর সুসম সুস্থতার মধ্যে আসল শান্তি নির্ভর করে। প্রচুর ভোগ বিলাসের ইচ্ছা মনের মধ্যে গিজ গিজ করতে থাকলে শান্তি কোথা থেকে আসবে?

এই নশ্বর পৃথিবীর রূপ, লাবন্য, রস, চাকচিক্য প্রতিনিয়ত আমাদের প্রলোভিত করছে আর এগযুলির হাতছানি থাকা সত্ত্বেও যদি বিচলিত না হই; তবেই শান্তি রক্ষা পায়। আমাদের মনে মন্দ তৎপরতা, উগ্রতা, অধৈর্যতা এবং অবিশ্বস্ততার প্রলোভন সবসময় হাতছানি দেয়।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

২৪ অক্টোবর ২০২০ খ্রি. ০৮ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৬ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, শনিবার